ScratchData LogoScratchData
Back to MRquantumphysics's profile

২১শে ফেব্রুয়ারী

MRMRquantumphysics•Created February 21, 2025
২১শে ফেব্রুয়ারী
1
1
3 views
View on Scratch

Instructions

Might have moved out of bangladesh when i was younger but...আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।। ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায়ে ফেব্রুয়ারি।। আমার সোনার দেশের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি।। জাগো নাগিনীরা জাগো নাগিনীরা জাগো কালবোশেখীরা শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা, দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবী দিন বদলের ক্রান্তিলগ্নে তবু তোরা পার পাবি? না, না, না, না খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারই একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি। সেদিনও এমনি নীল গগনের বসনে শীতের শেষে রাত জাগা চাঁদ চুমো খেয়েছিল হেসে; পথে পথে ফোটে রজনীগন্ধা অলকনন্দা যেন, এমন সময় ঝড় এলো এক ঝড় এলো খ্যাপা বুনো।। সেই আঁধারের পশুদের মুখ চেনা, তাহাদের তরে মায়ের, বোনের, ভায়ের চরম ঘৃণা ওরা গুলি ছোঁড়ে এদেশের প্রাণে দেশের দাবীকে রোখে ওদের ঘৃণ্য পদাঘাত এই সারা বাংলার বুকে ওরা এদেশের নয়, দেশের ভাগ্য ওরা করে বিক্রয় ওরা মানুষের অন্ন, বস্ত্র, শান্তি নিয়েছে কাড়ি একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।। তুমি আজ জাগো তুমি আজ জাগো একুশে ফেব্রুয়ারি আজো জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী আমার শহীদ ভায়ের আত্মা ডাকে জাগো মানুষের সুপ্ত শক্তি হাটে মাঠে ঘাটে বাটে দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালবো ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।। দেশের সোনা ছেলে খুন করে রোখে মানুষের দাবি দিন বদলের ক্রান্তি লগনে তবু তোরা পার পাবি না না খুনে রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারি একুশে ফেব্রুয়ারি, একুশে ফেব্রুয়ারি।। সেদিন এমনি নীল গগনে বসনে শীতের শেষে রাত জাগা চাঁদ চুমু খেয়েছিল হেসে পথে পথে ফোটে রজনীগন্ধা, অলকানন্দা যেন এমন সময়, এমন সময়, ঝড় এল ঝড় এল খ্যাপা বুনো সেই আঁধারের পশুদের মুখ চেনা তাদের তরে মায়ের, বোনের, ভাইয়ের চরম ঘৃণা ওরা গুলি ছোঁড়ে এদেশের বুকে দেশের দাবিকে রোখে ওদের ঘৃণ্য পদাঘাত এই সারা বাংলার বুকে ওরা এদেশের নয় দেশের ভাগ্য ওরা করে বিক্রয় ওরা আমাদের অন্ন, বস্ত্র, স্বপ্ন নিয়েছে কাড়ি একুশে ফেব্রুয়ারি, একুশে ফেব্রুয়ারি

Project Details

Project ID1137209527
CreatedFebruary 21, 2025
Last ModifiedFebruary 21, 2025
SharedFebruary 21, 2025
Visibilityvisible
CommentsAllowed